রাজনীতিশীর্ষ নিউজ

চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, মহাসড়ক বন্ধ

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে। আটকা পড়েছে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, যাত্রীবাহী গাড়িসহ অন্যান্য যানবাহন। দুর্ভোগে পড়েছে নারী শিশুসহ হাজারো যাত্রী।

চৌদ্দগ্রাম বাজারের মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যাচ্ছে। চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া। কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। যানজট ১০ কিলোমিটার ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে এ ঘটনা শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কে লাঠি হাতে দাঁড়িয়ে আছে অর্ধশত লোকের দুইটি দল। প্রত্যেকের হাতে লাঠিসহ দেশীয় অস্ত্র।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিদ্রোহী চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান গ্রুপ শো-ডাউনের আয়োজন করে। বিদ্রোহীদের শো-ডাউনে যেন আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা আসতে না পারে সেজন্য মহাসড়কের মোড়ে মোড়ে তল্লাশি চালানো হচ্ছে। এতে প্রাইভেট, মাইক্রো, বাস, ট্রাক, পিকআপ ও অ্যাম্বুল্যান্সও তল্লাশি করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অচল অবস্থা চলছিল।

মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ লোকমান হোসেন বলেন, চৌদ্দগ্রাম বাজারে যানজট রয়েছে। আমরা নিরসনের চেষ্টা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button