রাজনীতিশীর্ষ নিউজ

এভাবে একটা দেশ চলতে পারে না : শাহ মোয়াজ্জেম

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, এভাবে একটা দেশ চলতে পারে না। এজন্য আমরা ’৭১-এ মুক্তিযুদ্ধ করিনি। দেশের এই দুরাবস্থা আমাদের কাঁদায়। হৃদয়ে এখন রক্তক্ষরণ হয়।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে হাসপাতালে দেখতে গিয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শনিবার রাত সাড়ে সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কাদের সিদ্দিকীকে দেখতে যান শাহ মোয়াজ্জেম হোসেন।

এ সময় অনেকটা সময় নিয়ে অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে কথা বলেন দুই বর্ষীয়ান রাজনীতিবিদ।

শাহ মোয়াজ্জেম হোসেন কাদের সিদ্দিকীকে উদ্দেশ্য করে বলেন, আপনি আমার চেয়ে বয়সে ছোট। তারপরও আমি আপনাকে শ্রদ্ধা করি মহান মুক্তিযুদ্ধে আপনার স্মরণীয় ভূমিকার জন্যে। কিন্তু আমরা তো আজকের এই বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি। বয়সের কারণে আজ আমরা শাররীরিকভাবে যেমন অসুস্থ, তেমনি দেশের এই চরম দুঃসহ পরিস্থিতির কারণে মানসিকভাবে আমরা আরো বেশি অসুস্থ হয়ে পড়েছি। এভাবে একটা স্বাধীন দেশ কখনোই চলতে পারে না। তবে নতুন প্রজন্ম অবশ্যই আমাদের ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

এ সময় হাসপাতালে শাহ মোয়াজ্জেম হোসেন বঙ্গবীরের চিকিৎসার খোঁজ-খবর নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button