বিশেষ খবরবিশ্ব

ইউক্রেনের ১৯টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

২১ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস ডেস্ক) : রাশিয়া বৃহস্পতিবার বলেছে, তারা মস্কো-অধিভুক্ত ক্রিমিয়ান উপদ্বীপ এবং পার্শ্ববর্তী কৃষ্ণ সাগরের উপর গতরাতে ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।
মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে বলেছে, একটি ইউক্রেনীয় বিমান-ধরণের মানববিহীন আকাশযান দিয়ে হামলার চেষ্টাকে নস্যাৎ করা হয়েছে।
মন্ত্রণালয় আরো বলেছে, পৃথক হামলায় অন্য তিনটি ইউএভি ড্রোনও অন্যত্র ভূপাতিত করা হয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানিয়েছে ‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কৃষ্ণসাগর ও ক্রিমিয়া অঞ্চলের উপর দিয়ে ১৯টি এবং কুরস্ক, বেলগোরড ও ওরিওল অঞ্চলে একটি করে ইউক্রেনীয় ইউএভি ধ্বংস করেছে।’
বেলগোরোড ও কুরস্ক অঞ্চলগুলো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমানায় এবং ওরিওল রাজধানীর কাছাকাছি অবস্থিত।
সম্প্রতি কিয়েভ ২০১৪ সালে মস্কো সংযুক্ত কৃষ্ণ সাগর উপদ্বীপ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেওয়ায় সেখানে হামলা তীব্রতর হয়েছে।
২৫ আগস্ট রাশিয়া জানায় তারা ক্রিমিয়ার উপর দিয়ে যাওয়ার সময় ৪২টি ড্রোন ভূপাতিত করেছে এবং জুনের শুরুতে ইউক্রেন তার পাল্টা হামলা চালানো শুরু করার পর থেকে, রাশিয়া ড্রোন হামলা মোকাবেলা করেছে। এসব হামলা মস্কোসহ বিক্ষিপ্তভাবে কয়েকটি ভবনের ক্ষতিগ্রস্ত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button