বিনোদন

‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচারণায় ব্যস্ত তিশা

আগামী ৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘বীরকন্যা প্রীতিলতা’। ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি।

তারই প্রচারণায় ব্যস্ত ব্যস্ত রয়েছেন তিশা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীর বনানীতে অবস্থিত ইউনিভার্সিটি অফ স্কলার্সে নুসরাত ইমরোজ তিশাসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা হাজির হয়েছিলেন। এসময় প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

এদিন সিনেমাটির নানা বিষয় শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন এই অভিনেত্রী। একইসঙ্গে সিনেমাটি দেখার আহ্বান জানান তিশা। প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজরিত চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হবে সিনেমাটির প্রচার কার্যক্রম শুরু হয়েছিল গেল বছরের নভেম্বরে। এরপর ইডেন মহিলা কলেজও প্রচারণা চালায় সিনেমাটির কলাকুশলীরা।

এর আগে, ২০২২ সালের ২৫ নভেম্বর মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও শেষ মুহূর্তে কিছু কারিগরি সংকট দেখা দেওয়ায় সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে যায়। অবশেষে সরকারি অনুদানের ছবিটি ৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। প্রদীপ ঘোষের পরিচালনায় প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন তিশা, তার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে রয়েছেন মনোজ প্রামাণিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button