বিশ্বশিক্ষা

রমজানে ২২ দেশে ১০ লাখ কপি কোরআন শরিফ পাঠাবে সৌদি আরব

আসছে পবিত্র রমজান মাসে ৭৬টিরও বেশি ভাষায় অনুবাদসহ ২২ দেশে ১০ লাখ কপি কোরআন শরিফ বিতরণ করবে সৌদি আরব। রবিবার এ সংক্রান্ত কার্যক্রমে অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, পবিত্র কোরআনের বিভিন্ন আকারের কপি বিতরণ করা হবে। এ তালিকায় ৭৬টির বেশি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করা কপি থাকছে।

পবিত্র মদিনার বাদশাহ ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স এ কপিগুলো মুদ্রণ করেছে। পবিত্র কোরআনের কপিগুলো বিশ্বের ২২টি দেশের ইসলামিক কেন্দ্রে পাঠানো হবে।

সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা–বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ বলেছেন, রমজান মাসেই সংশ্লিষ্ট দেশগুলোয় পবিত্র কোরআনের কপি পৌঁছে দিতে চান তারা। এজন্য ইতোমধ্যেই সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সূত্র: সৌদি গ্যাজেটআরব নিউজআশার্ক আল আওসাতসৌদি প্রেস এজেন্সি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button