অর্থ ও বাণিজ্যবিশেষ খবর

ঈদের ছুটিসহ ৫ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী মঙ্গলবার (২৭ জুন) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ওই দিনসহ মোট ৪ দিন ঈদুল আজহার ছুটি থাকবে। এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি, একই দিনে ব্যাংক হলিডে। ফলে ঈদ ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে পাঁচ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান।

আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

এতে বলা হয়েছে, ‘আগামী ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৪ দিন) বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় ওইদিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।’

‘আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button